Firhad Hakim: 'বিনা কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে তল্লাশি আয়কর অফিসারদের', মন্তব্য ফিরহাদের

Continues below advertisement

ABP Ananda LIVE: 'বিনা কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে তল্লাশি আয়কর অফিসারদের। রাজনৈতিক কারণে বিজেপি অপব্যবহার করায় কেন্দ্রীয় এজেন্সিগুলি আজ হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে', মন্তব্য ফিরহাদের। চপার ও নিরাপত্তারক্ষীদের আয়কর তল্লাশির অভিযোগ । বিজেপি ও নির্বাচন কমিশনকে (election commission) আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek banerjee) । 'এনআইএ-র(NIA) ডিজি, এসপি-কে অপসারণের পরিবর্তে আয়কর দফতরকে লেলিয়ে দেওয়া হচ্ছে' । 'আমার চপার ও নিরাপত্তারক্ষীদের তল্লাশিতে আয়কর দফতরকে লেলিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন ও বিজেপি' । 'যদিও কিছুই পাওয়া যায়নি' । 'জমিদাররা সর্বশক্তি প্রয়োগ করে নিক' । 'কিন্তু বাংলার(west bengal) মানুষের প্রতিরোধকে নড়ানো যাবে না' । এক্স হ্যান্ডলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram