Firhad Hakim: 'অধীর চৌধুরী বিজেপির দালাল', আক্রমণে ফিরহাদ হাকিম | ABP Ananda LIVE

Lok Sabha Election 2024: অধীর চৌধুরী (Adhir Chowdhury) বিজেপির দালাল, আক্রমণে ফিরহাদ হাকিম। 'বিজেপির সঙ্গে ভিতরে ভিতরে আঁতাঁত অধীর চৌধুরীর'। 'বিধানসভা আসন ছাড়ার বিনিময়ে লোকসভা কেন্দ্র নিশ্চিত করার সমঝোতা'। 'সিপিএমকে (CPIM)বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার ইচ্ছা ছিল বরকত গনিখান চৌধুরীর'। 'সেই আদর্শে বিশ্বাস করে সিপিএমকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দিয়েছে একমাত্র তৃণমূল কংগ্রেসই'(TMC)। 'বাংলায় (west bengal)এখন সিপিএমের অস্তিত্ব নেই, সিপিএম এখন শূন্য হয়ে গেছে'। 'এখন কংগ্রেস সিপিএমের দালালি করছে'। মালদা(Malda) উত্তরের তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে কংগ্রেস-সিপিএমকে একযোগে আক্রমণ ফিরহাদ হাকিমের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola