Panchayat Election: কোচবিহার থেকে কাকদ্বীপ, দিকে দিকে বিরোধীদের ওপর হামলার অভিযোগ | ABP Ananda Live
Panchayat Elecrion 2023: কোচবিহার (Coochbehar)থেকে কাকদ্বীপ (Kakdwip), দিকে দিকে বিরোধীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের (tmc) বিরুদ্ধে। কোথাও বাড়ি লক্ষ্য করে গুলি-বোমাবাজির অভিযোগ, তো কোথাও মারধরের অভিযোগ। প্রতিটি ক্ষেত্রেই শাসক দল অভিযোগ অস্বীকার করেছে।