ABP News

Narendra Modi: আপনার স্বপ্নপূরণই আমার সংকল্প: নরেন্দ্র মোদি। ABP Ananda Live

Continues below advertisement

Assembly Elections Result 2023: আজ সংকল্প, বিচারধারা, আত্মনির্ভর ভারতের জয়: নরেন্দ্র মোদি (Narendra Modi)। তেলঙ্গানাতেও (Telengana)ক্রমশ বিজেপির প্রতি সমর্থন বাড়ছে'। সুশাসনের জয় হয়েছে: নরেন্দ্র মোদি। 'রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ে ঐতিহাসিক জয়'। 'এই ভোটে জাতপাতের ভিত্তিতে ভাগাভাগির অনেক চেষ্টা হয়েছে'। ভাগাভাগির বিরুদ্ধেই মানুষ ভোট দিয়েছেন: মোদি। 'নারী, যুব, কৃষক, গরিব-এরাই ভারতের ৪ জাতি'। গোটা ভারত দেখেছে গত ১০ বছরে বিজেপি কি কি কাজ করেছে। 'শৌচাগার, পানীয় জল থেকে নূন্যতম সুবিধের জন্য বিজেপির কাজ দেখেছে গোটা দেশ'। 'বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছে, তা পূরণ করেই ছাড়বে, এটা মোদির গ্যারান্টি'। ABP Ananda Live

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola