ECI Full Bench:আজ ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের । ABP Ananda LIVE

Continues below advertisement

লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য়ে এল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ১৩ জনের দলে রয়েছেন দেশের মুখ্য় নির্বাচন কমিশনার সহ কমিশনের শীর্ষ আধিকারিকরা। আজ সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মোট ৮টি রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে আলাদা আলাদা বৈঠক হবে ফুল বেঞ্চের। এরপর রাজ্য় পুলিশের আইজি, সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার, কলকাতা সহ সমস্ত কমিশনারেটের পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক হবে। কাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সকাল ১১টা থেকে রাজ্য়ের মুখ্য়সচিব ও রাজ্য় পুলিশের DG-র সঙ্গে হবে বৈঠক। ভোটার তালিকা থেকে রাজ্য়ের আইনশৃঙ্খলা, জামিনঅযোগ্য় গ্রেফতারি পরোয়ানা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, আয়-ব্য়য়ের হিসেব সহ সামগ্রিক বিষয় খতিয়ে দেখবে কমিশনের ফুল বেঞ্চ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram