Modi Oath Ceremony:শপথ নিলেন গজেন্দ্র সিংহ শেখাওয়াত, মোদির সঙ্গে শপথ নিলেন আরও ৭১ জন মন্ত্রী

Continues below advertisement

ABP Ananda LIVE: তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নরেন্দ্র মোদির । নরেন্দ্র মোদিকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি । প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নিলেন আরও ৭১ জন মন্ত্রী । মোদি মন্ত্রিসভায় রাজনাথ সিংহ, অমিত শাহ। মোদি মন্ত্রিসভায় নিতিন গডকড়ী, জে পি নাড্ডা, নির্মলা সীতারমণশপথ নিলেন শিবরাজ সিংহ চৌহান, নির্মলা সীতারমণ, পীযূষ গোয়েল । মোদি মন্ত্রিসভায় এইচ ডি কুমারস্বামী (জেডিএস), ধর্মেন্দ্র প্রধান । শপথ নিলেন জিতনরাম মাঝি (এইচএএম), রাজীব রঞ্জন সিংহ (জেডিইউ) । শপথ নিলেন সর্বানন্দ সোনওয়াল, বীরেন্দ্র কুমার, প্রহ্লাদ জোশী । মোদি মন্ত্রিসভায় কিঞ্জারাপ্পু রামমোহন নায়ডু (টিডিপি) । শপথ নিলেন জুয়েল ওঁরাও, গিরিরাজ সিংহ, অশ্বিনী বৈষ্ণব । শপথ নিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিংহ শেখাওয়াত । মোদি মন্ত্রিসভায় অন্নপূর্ণা দেবী, হরদীপ সিংহ পুরী, মনসুখ মাণ্ডব্য । শপথ নিলেন চিরাগ পাসোয়ান (এলজেপি), সি আর পাতিল, রাও ইন্দ্রজিৎ সিংহ। মোদি মন্ত্রিসভায় জিতেন্দ্র সিংহ, অর্জুনরাম মেঘওয়াল

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram