Dev: 'নেতাদের বড় সমস্যা হচ্ছে নেতারা কান দিয়ে দেখে, চোখ দিয়ে দেখে না', মন্তব্য দেবের
ABP Ananda LIVE: 'সঠিক লোকের হাতে ক্ষমতা থাকা উচিত। নেতাদের বড় সমস্যা হচ্ছে নেতারা কান দিয়ে দেখে, চোখ দিয়ে দেখলে তো পরিষ্কার হবে। আমি শুধুমাত্র তৃণমূলে বিজেপি নেতাদের কথা বলছি না, বেশিরভাগ নেতারাই কান দিয়ে দেখে। এটা অস্বীকার করা যাবে না যে আমাদের দেশে রাজনীতি সব জায়গায়', মন্তব্য দেবের।