Governor : ক্যানিং, ভাঙড়ের পর সন্ত্রস্ত কোচবিহারে রাজ্যপাল, ফের দিলেন কড়া বার্তা
পঞ্চায়েত ভোটের (Panchayat Election) এক সপ্তাহ আগে আজ হিংসাদীর্ণ কোচবিহারে (Coochbehar) রাজ্যপাল (Governor)। রাজনৈতিক সংঘর্ষে আহত একজনকে দেখতে যাবেন বেসরকারি হাসপাতালে। ভোটকে কেন্দ্র করে কোচবিহারের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হানাহানি লেগেই আছে। গতকাল জেলায় পৌঁছেই কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আজ তাঁর সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক-সহ বিজেপি নেতারা
Tags :
Elections Panchayat Election Governor WB Panchayat Election 2023 Panchayat Poll 2023 WB Panchayat Election Schedule WB Panchayat Election Date WB Panchayat Poll 2023 Panchayat Election 2023 Cv Ananda Bsoe