Panchayat Election: কাল রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের ।ABP Ananda Live
Continues below advertisement
Panchayat Election 2023: ভোটে সন্ত্রাস নিয়ে সংঘাতের আবহে কাল রাজভবনে (Raj Bhavan) কমিশনারকে (Rajiva Sinha) তলব। কাল বিকেলে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের (Governor)। এর আগে ব্যস্ততার কারণ দেখিয়ে রাজভবনে যাননি রাজীব সিন্হা। কমিশনারের গরহাজিরায় ক্ষুব্ধ রাজভবন, প্রত্যাখ্যান করা হয় জয়েনিং রিপোর্ট । জয়েনিং রিপোর্ট প্রত্যাখ্যানের পরে কমিশনের ভূমিকার কড়া সমালোচনায় রাজ্যপাল। প্রতিটি রক্তবিন্দুর হিসেব দিতে হবে বলে রাজ্য নির্বাচন কমিশনকে আক্রমণ । সংঘাতের আবহের মধ্যেই কাল ফের রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব
Continues below advertisement
Tags :
Elections Panchayat Election Panchayat Election 2023 WB Panchayat Election 2023 Panchayat Poll 2023 Election Commission WB Panchayat Election Schedule WB Panchayat Election Date WB Panchayat Poll 2023 Rajiva Sinha