GTA: GTA ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর ।Bangla News
GTA ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর। ২৬ জুন সকাল সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহণ। একইদিনে ভোট হবে শিলিগুড়ি মহকুমা পরিষদেও। এদিকে GTA ভোটের বিরোধিতায় অনশনে বসেছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ।
Tags :
Mamata Banerjee Election Commission Siliguri ABP Ananda Bengali News ABP Ananda Digital Ajker Bangla Khabar Bengali News Bengali News Live Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Roshan Giri Mamata Banerjee Ananda Live GTA Election এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Letters To CM