High Court: এখনই পুরভোটের বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে না । Bangla News
আদৌ কি ডিসেম্বরে কলকাতা-হাওড়ায় পুরভোট হবে? এবছর কি আর গঙ্গাপাড়ের দুই পুরসভায় ভোট করানো যাবে না? তাহলে ভোট হবে কবে? কলকাতা হাইকোর্টে করা রাজ্য নির্বাচন কমিশনের মন্তব্যের জেরে এই এই জল্পনাই তৈরি হয়েছে। মঙ্গলবার আদালতে রাজ্য নির্বাচন কমিশন জানায়, পুরভোট নিয়ে মামলা এখনও বিচারাধীন। তাই এখনই পুরভোটের বিক্ষপ্তি জারি করা হচ্ছে না।
Tags :
Election Commission ABP Ananda High Court ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Khobor Bangla News Live Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Municipal Election