Holi 2021: প্রচারে বেরিয়ে অন্য় মেজাজে রাজনীতিকরা, দোল খেললেন শোভনদেব-রুদ্রনীল

Continues below advertisement

আজ দোল। বিভিন্ন জায়গায় দোল উৎসব পালনে সামিল হলেন রাজনীতিকরা। ভবানীপুরে ভোট প্রচারে বেরিয়ে দোল খেললেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য, শতরূপ ঘোষ, সব্যসাচী প্রচারে বেরিয়ে দোল খেলায় সামিল হন। 

গঙ্গাবক্ষে দোল উৎসব পালন করলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র (Madan Mitra)। তার সঙ্গে চলছে 'খেলা হবে' গান। ঢাক-ঢোল বাজিয়ে মদন মিত্র দোল উৎসব পালন করছেন। তাঁর সঙ্গে রয়েছেন তিন বিজেপি প্রার্থী তথা পায়েল সরকার, শ্রাবন্তী এবং তনুশ্রী। তনুশ্রী বলেন, "আজকের দিনে কোনও রাজনীতি নয়, শুধুই দোল খেলা। খুব ভাল লাগছে।" শ্রাবন্তী বলেন, "বুড়া না মানো হোলি হ্যায়। খুবই আনন্দ করছি।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram