Holi 2021: প্রচারের ফাঁকে আবির খেললেন Sovandeb Chatterjee

Continues below advertisement

দোলের দিন প্রতি বছরের মতো এবছরও অন্য় মেজাজে দেখা গেল ভবনীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে (Sovandeb Chatterjee)। আবির মেখে, গান গেয়ে প্রচার সারলেন তিনি। তবে করোনা আবহে অন্যান্য বছরের তুলনায় এবছর উৎসবের জৌলুসে রাশ টেনেছেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে, গণেশের পায়ে আবীর দিয়ে দোলের দিন প্রচার শুরু করলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। এদিন রমেশ মিত্র রোডে প্রচারে ফাঁকে স্থানীয়দের সঙ্গে রং খেললেন তিনি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram