Locket Chatterjee: কাকে ধাওয়া করলেন লকেট? পুলিশের সঙ্গে তুমুল বচসা। ABP Ananda Live
ভোটের আগে বোমার বলি বালক। হুগলির (Hooghly) পাণ্ডুয়ার (Pandua Bomb Blast)) বোমা ফেটে বালকের মৃত্যু। হাত উড়ল একজনের, আশঙ্কাজনক ২ জন ভর্তি হাসপাতালে। বালকের মৃত্যুতে পাণ্ডুয়ায় তুলকালাম। জিটি রোড অবরোধ বিজেপির। 'তৃণমূলের দুষ্কৃতীরা শক্তি প্রদর্শন করছে', এনআইএ তদন্তের দাবি করে অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee)। এলাকায় বহিরাগতরা, অভিযোগে ধাওয়া করলেন লকেট। পুলিশের সঙ্গে তুমুল বচসা।