Panchayat Election: বেআইনি অস্ত্র মজুত করে, তৃণমূল কর্মীদের বেছে বেছে কীভাবে খুন করছে : শান্তনু

Panchayat Election 2023: শান্তনু সেন (Shantanu Sen ) বলেন, আপনারা দেখতে পাচ্ছেন যে, তৃণমূল কংগ্রেস (TMC) অবাধ, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের ডাক দিয়ে, সহনশীলতার পরিচয় দিচ্ছে, এদিকে বিরোধীরা হালে পানি না পেয়ে, প্রার্থী দিতে না পেরে, তাঁদের সঙ্গে ভোটার নেই, ক্যাডার নেই, কোনও সমর্থন নেই। তাঁরা বাইরে থেকে গুন্ডা (Goons) ভাড়া করে নিয়ে এসে, বেআইনি অস্ত্র (Illegal Arms) মজুত করে নিয়ে এসে, তারা তৃণমূল কর্মীদের বেছে বেছে কীভাবে খুন করছে, সেটা আরও একবার দেখতে পেলেন', দাবি তৃণমূল নেতার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola