Panchayat Polls: 'বাঙালি হিসেবে মর্মাহত,মাথা হেঁট হয়ে যাচ্ছে লজ্জায়',বিস্ফোরক TMC বিধায়ক হুমায়ুন কবীর

Continues below advertisement

পঞ্চায়েত ভোটে (Panchayat Election) সন্ত্রাস নিয়ে বিস্ফোরক ডেবরার তৃণমূল বিধায়ক(TMC) ও প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর (Humayun kabir)। বাঙালি হিসেবে লজ্জিত। প্রতিক্রিয়া প্রাক্তন পুলিশকর্তা হুমায়ুন কবীরের।'বাঙালি হিসেবে লজ্জিত, মর্মাহত, মাথা হেঁট হয়ে যাচ্ছে লজ্জায়। আর কতদিন এসব চলবে, যুগের পর যুগ চলে যাচ্ছে, কিন্তু আমরা পাল্টাতে পারছি না। আমি অত্যন্ত ক্ষুব্ধ। ২০০৮ সালে বাম আমলে মুর্শিদাবাদে ভয়াবহ ঘটনা ঘটেছিল, ভয়ঙ্কর নাড়া দিয়েছিল। এই সন্ত্রাসের জন্য দায়ী সব রাজনৈতিক দলগুলি। ২০০৮ সালে দায়িত্বে থাকার সময় বর্ধমানে ব্যাপক তল্লাশি চালিয়েছিলাম' 'প্রচুর অস্ত্র, বোমা উদ্ধার করেছিলাম। অভিষেক বলেছিলেন বিরোধী প্রার্থীরা যেন মনোনয়ন দিতে পারে। আমি নিজে থেকেই বিরোধীদের মনোনয়ন দিয়েছিলাম। এত খুনোখুনি, মারামারি, কেন জিরো করতে পারছি না ? মৃত্যু কাম্য নয়, মৃতের পরিবারই জানেন এটা কতখানি কষ্টকর। পরিস্থিতি সামাল দিতে না পারা কমিশন, প্রশাসন, রাজনৈতিক দলগুলির ব্যর্থতা। ভয়মুক্ত, রক্তহীন নির্বাচন করতে পারলাম না', বিস্ফোরক ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram