Panchayat Elections : ভোট মিটলেও বিরাম নেই সন্ত্রাসে ! ভয়ে কাঁপছে ভাঙড়
Panchayat Election Result: ভয়ের ভাঙড়ে ভোট-হিংসার বলি আরও এক। ভোট গণনার শেষ পর্বে কাঁঠালিয়া স্কুলে গণনা কেন্দ্রের সামনেই বোমাবাজি, চললয গুলিও। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক আইএসএফ কর্মীর, গুরুতর আহত আরও এক আইএসএফ কর্মীর পুলিশ সূত্রে খবর, গুলিতে জখম বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মাকসুদ হাসান।আহত পুলিশ আধিকারিকের বাঁ হাতে গুলি লেগেছে, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ তাঁর অস্ত্রোপচার করা হবে, হাত থেকে বের করা হবে গুলি। গুলি লেগেছে তাঁর দেহরক্ষীর পায়েও।অভিযোগ, জেলা পরিষদের আসনে আইএসএফ এগিয়ে থাকায় পুনর্গণনার দাবি জানায় তৃণমূল। এই নিয়ে গন্ডগোল চরমে ওঠে। সেইসময় গণনা কেন্দ্রে ছিলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল এর মধ্যেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় আইএসএফ কর্মীদের। সকালে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্ত।এলাকায় এখনও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে ইটের টুকরো, ভাঙা কায। সংঘর্ষের জেরে বাড়ি বাড়ি ঢুকে আইএসএফ কর্মীদের গ্রেফতার করছে পুলিশ ABP Ananda LIVE