India Alliance: কেন্দ্রে সরকার গঠনের দাবি জানাবে না ইন্ডিয়া জোট? ABP Ananda Live

ABP Ananda Live: কেন্দ্রে সরকার গঠনের দাবি জানাবে না ইন্ডিয়া জোট, খবর সূত্রের। 'এখনই সরকার গঠনের চেষ্টা নয়, সঠিক সময়ের জন্য অপেক্ষা করা হবে'। বৈঠকে একমত ইন্ডিয়া জোটের শরিক দলগুলি, খবর সূত্রের। মোদি ব্র্যান্ড শেষ, মানুষ নরেন্দ্র মোদির বিরুদ্ধে রায় দিয়েছে, মন্তব্য রাহুল গাঁধীর। রাজনৈতিকভাবে আমরা মোদিকে হারালেও, সরকার গঠনের সংখ্যা নেই, মন্তব্য শরদ পাওয়ারের। ইন্ডিয়া জোটকে সরকার গড়তে বলে নীতীশ-নায়ডুর সঙ্গে কথা বলা দরকার, মত সঞ্জয় রাউতের। মোদিকে হারালেও সরকার গঠনের সংখ্যা নেই আমাদের কাছে, মন্তব্য তেজস্বী যাদবের। মোদি ব্র্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছি আমরা, তবে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা উচিত, মন্তব্য অখিলেশের ইন্ডিয়া জোটের বৈঠকে সকলের মন্তব্যের সঙ্গে একমত সনিয়া গাঁধী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola