West Bengal : বেআইনি টোটো রুট চালু করার অভিযোগ, গ্রেফতার INTTUC নেতা
Continues below advertisement
গায়ের জোরে বারাসাতের হেলাবটতলা থেকে বেআইনি টোটো রুট চালু করেছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। প্রতিবাদ করায় আক্রান্ত হন তৃণমূল কাউন্সিলর। সেই ঘটনায় অভিযুক্ত আইএনটিটিইউসি নেতাকে গতকাল গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ। ধৃত অরিন্দম বন্দ্যোপাধ্যায় হেলাবটতলা অটো-টোটো অপারেটর্স ইউনিয়নের সভাপতি। অভিযোগ, গত ২৭ জুন, হেলাবটতলা থেকে বেআইনি টোটো রুট চালু করার প্রতিবাদ করায়, বারাসাত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবব্রত পালের ওপর দলবল নিয়ে চড়াও হন আইএনটিটিইউসি নেতা। মারধরে রক্তাক্ত হন তৃণমূল কাউন্সিলর।এই ঘটনায় আগেই ৬ জনকে গ্রেফতার করে বারাসাত থানার পুলিশ।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live INTTUC ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News