Panchayat Election: প্রাণ বাঁচাতে রাজভবনেই হাজির আইএসএফ সমর্থকরা, অভিযোগ শুনলেন রাজ্যপাল | ABP Ananda LIVE
হাড়োয়ায় অবাধে সন্ত্রাস, আক্রান্তরা হাজির রাজভবনের পিস রুমে! মনোনয়ন দিতে বাধা, তারপরেই লাগাতার অত্যাচারের অভিযোগ। প্রাণ বাঁচাতে রাজভবনেই হাজির হাড়োয়ার আইএসএফ সমর্থকরা। কীভাবে সন্ত্রাস? আক্রান্তদের অভিযোগ শুনলেন রাISGজ্যপাল।