করিমপুরের পিপুলখোলায় লাথি মেরে ফেলে দেওয়া হল জয়প্রকাশ মজুমদারকে, সহানূভূতি আদায়ের চেষ্টা, বলল তৃণমূল
করিমপুর বিধানসভা কেন্দ্রের পিপুলখোলায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে রাস্তায় ফেলে কিল-চড়-ঘুষি। লাথি মেরে ফেলে হল ঝোপের মধ্যে। বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। হারের ভয়ে সহানূভূতি আদায়ের চেষ্টা, বলল তৃণমূল। জয়প্রকাশ মজুমদারকে নিগ্রহের ঘটনায় রিপোর্ট চাইল কমিশন।