JP Nadda in Lalgarh : বাংলায় মায়ের সম্মান নেই, মাটির সুরক্ষা নেই, লালগড়ে আক্রমণ নাড্ডার

Continues below advertisement

‘বাংলায় পরিবর্তন আনতে মনস্থির করেছে বাংলা। অনেক বলেছে মমতা, পরিবর্তন চাইছে বাংলা। বাংলার উন্নতি চান নরেন্দ্র মোদি। বাংলায় ফ্রেট করিডোর, রাস্তা, সামাজিক সংস্কার করবেন মোদি। বাংলার জন্য ন্যায় করেছেন মোদি, অন্যায় করেছেন মমতা। বাংলায় মায়ের সম্মান নেই, মাটির সুরক্ষা নেই। বাংলায় শুধুই তোলাবাজি, তোষণের রাজনীতি। বাংলায় ১৩০ জন বিজেপি কর্মী খুন হয়েছেন। খুন, খুনের চেষ্টায় রেকর্ড বাংলায়। সরস্বতী পুজো, দুর্গাপুজোর অনুমতি দেয় না বাংলার সরকার। মে মাসে বাংলায় পরিবর্তন হবেই। শুভেন্দু অধিকারীর বাবাকে জঘন্য ভাষায় আক্রমণ ভাইপোর। এটাই কি বাংলার সংস্কৃতি? বাংলায় অরবিন্দ, রবীন্দ্রনাথ, শ্যামাপ্রসাদের সংস্কৃতি স্থাপিত হবে। শুধুই কাটমানি, তোলাবাজি। আমফান ক্ষতিপূরণে বাংলাকে ২,০৭৫ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। হাইকোর্ট আমফান দুর্নীতির তদন্তের নির্দেশ দেয়। মমতা সরকার সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে। তৃণমূলে মা, মাটি, মানুষের সুরক্ষা নেই। কাজ করছে শুধু মোদি সরকার, আটকাচ্ছে তৃণমূল সরকার। বাংলায় আদিবাসী মহিলারা সুরক্ষিত নন। কেন্দ্র কম দামে চাল পাঠায়, রাজ্য দেয় না। শবর জাতির ৮ জন না খেতে পেয়ে মারা গেছেন। বাংলায় মানব পাচারের সংখ্যা সবচেয়ে বেশি। আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে লাগু করতে দেননি মমতা। মমতা শুধু বলেন হবে হবে না, মে মাসে হবে, হবে হবে। মে মাসে বিজেপি ক্ষমতায় আসবে, তখন আয়ুষ্মান প্রকল্প চালু হবে। কিষাণ নিধি প্রকল্পে ১১ কোটি কৃষক সাহায্য পেয়েছেন। বাংলায় ৭৩ লক্ষ কৃষক এই প্রকল্প থেকে বঞ্চিত। বিজেপি ক্ষমতায় এলে কিষাণ নিধির বকেয়া টাকাও পাবেন কৃষকরা। মোদিজি টাকা পাঠান, কিন্তু সেই টাকা গরিবের কাছে পৌঁছয় না। সেই টাকা যায় তৃণমূল নেতাদের পকেটে। চাল চোর, ত্রিপল চোর, গরু চোর সব বাংলায়। বাংলায় সংস্কৃতির অপমান করছেন মমতা। দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেত্রী মমতা। বিজেপির পরিবর্তন যাত্রা বাংলায় পরিবর্তন আনবে। জয় শ্রীরাম স্লোগান দিলেই মমতা রেগে যান। অন্যদিকে তোষণের রাজনীতি করে যাচ্ছেন মমতা। ভাল কাজ তো করতে পারবেন না, এবার প্রায়শ্চিত্ত করুন,’ লালগড়ের সভা থেকে তৃণমূলকে আক্রমণ জেপি নাড্ডার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram