Panchayat Election: ISF-এর ৮২ জনকে মনোনয়নের নির্দেশ বিচারপতি মান্থার, পুলিশি এসকর্টে নিয়ে যাওয়ার সময় হামলা

Continues below advertisement

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে মনোনয়নে পুলিশি (Police) এসকর্টের মধ্যেই হামলা! আইএসএফের (ISF) ৮২জনকে মনোনয়নের (Nomination) নির্দেশ বিচারপতি মান্থার।  ভাঙড়-কাশীপুর থানা থেকে পুলিশি এসকর্টে নিয়ে যাওয়ার সময় হামলা। শোনপুর বাজারের কাছে হামলা, পুলিশ পালাতেই প্রার্থীদের উপর বোমাবাজি। পুলিশ পালাতেই হামলা, আইএসএফ প্রার্থী মহিউদ্দিন মোল্লার মৃত্যু। নিহত আইএসএফ প্রার্থী, আরও কয়েকজন আহত। ঘটনাস্থলের ভিডিও দেখিয়ে বিচারপতির মান্থার এজলাসে দাবি আইনজীবীর। কাল সকালে শুনানির আশ্বাস বিচারপতি রাজাশেখর মান্থার

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram