Panchayat Election: 'পঞ্চায়েতে জিতলেই টাকা, তাই এত মারামারি-ভাঙচুর!', মন্তব্য বিচারপতি সিনহার | ABP Ananda LIVE
'পঞ্চায়েতে জিতলেই টাকা, তাই এত মারামারি-ভাঙচুর!' জাঙ্গিপাড়া ব্যালট মামলায় মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। ২০ জুলাইয়ের মধ্যে রিটার্নিং অফিসারের হলফনামা তলব। গণনাকেন্দ্রের বাইরে উদ্ধার হওয়া ব্যালট নিয়ে হলফনামা তলব। রাস্তায় ব্যালট পড়ে থাকলে স্বচ্ছতা কোথায়? মন্তব্য বিচারপতির।