Kar Dokhole Delhi: প্রধানমন্ত্রীর ধ্যান নিয়ে কটাক্ষ অধীরের, পাল্টা সুকান্ত। ABP Ananda Live

PM Narendra Modi: সন্ধে থেকে কন্যাকুমারীতে (Kanyakumari) ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী (PM Narendra modi)। শনিবার সন্ধে পর্যন্ত বিবেকানন্দ রকে ধ্যান করবেন মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রীর ধ্যান নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। প্রচার শেষেও প্রচারে থাকার কৌশল মোদির, অভিযোগ মমতার (Mamata Banerjee)। রামমন্দির (Rammandir) দিয়ে কিছু হল না, ধ্যান করার ভান। কটাক্ষ অধীরের (Adhir ranjan Chowdhury)। ধ্যান করুন, সঙ্গে ক্যামেরা কেন ? আক্রমণ মমতার। নোংরা রাজনীতি, পাল্টা সুকান্ত (Sukanta Majumdar)। কমিশনের দ্বারস্থ সিপিএম (CPIM)-কংগ্রেস (Congress)। লোকসভা ভোটে গণনা ঠিকঠাক থাকলে সম্ভবত এবার দেশে বিজেপি ক্ষমতায় আসছে না। ফের দাবি মমতার। ৪ জুনের পর পরাজয় নিশ্চিত, পাল্টা শমীক ভট্টাচার্য (samik Bhattacharya)। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola