Election Result: মানুষ দলের নেতৃত্ব কে গ্রহণ করেছে বলেই মানুষ আমার উপর আস্থা রেখেছে: কীর্তি আজাদ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: একুশের পর বাংলার আকাশে ফের একবার উড়ল সবুজ আবির।  বর্ধমান - দুর্গাপুর কেন্দ্র থেকে জয় পেলেন তৃণমূলের কীর্তি আজাদ। দিলীপ ঘোষকে বিরাট ব্যাবধানে হারালেন প্রাক্তন ক্রিকেটার। দিলীপ ঘোষ নতুন আসনে হারলেন, আবার মেদিনীপুর আসনও ধরে রাখতে পারল না গেরুয়া শিবির। বর্ধমান-দুর্গাপুর থেকে তৃণমূলের কীর্তি আজাদ জয় পেলেন  ১ লক্ষ ৩৭ হাজার ৫৬৪ ভোটে। ২০১৯ এর মেদিনীপুরের জয়ী প্রার্থীকে বর্ধমান-দুর্গাপুরে এনে অ্যাসিড টেস্টের মুখ ফেলেছিল বিজেপি। আত্মবিশ্বাসী ছিলেন দিলীপও। কিন্তু শেষ রক্ষা হল না।  যদিও 'অবকি বার ৪০০ পার'-এর নরেন্দ্র মোদির স্লোগান মুখ থুবড়ে পড়েছে। ম্য়াজিক ফিগার ২৭২-ই ছুঁতে পারলেন না নরেন্দ্র মোদি। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্য়র্থ হল মোদি-শাহ জুটি। সরকার গড়ার প্রয়োজনীয় সংখ্য়া পেল NDA ।কিন্তু, শরিকদের 'দাক্ষিণ্য়ের' ওপর ভরসা করে থাকতে হবে নরেন্দ্র মোদিকে। উল্টোদিকে সব হিসাব নিকাশ উল্টেপাল্টে দিয়ে বড়সড় চমক দিল কংগ্রেস নেতৃত্বাধীন INDIA।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola