KMC Election result 2021: ছোট লালবাড়িতে ঘাসফুল ঝড়, মোট ১৩৪ টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস। Bangla News

কলকাতা ফের তৃণমূলের। ছোট লালবাড়িতে ঘাসফুল ঝড়। দখলে পুরসভার ৯৩ শতাংশেরও বেশি আসন। মোট ১৩৪ টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস। ৩টি ওয়ার্ডে জয়ী বিজেপি। বামেরা ২টি আসনে জয়ী। কংগ্রেস জয়ী ২টি ওয়ার্ডে। ৩টি ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী। 

ফিরহাদ হাকিম, অতীন ঘোষ থেকে দেবাশিস কুমার, মালা রায়, এক ব্যক্তি এক পদ নীতি থেকে কার্যত সরে গিয়ে ৬ বিধায়ক ও ১ সাংসদকে পুরভোটে প্রার্থী করেছিল তৃণমূল। দিনের শেষে জিতলেন সকলেই। 

পুরভোটে জয়ের পরেই সেলিব্রেশন মুডে ৮২ নম্বর ওয়ার্ডের জয়ী তৃমমূল প্রার্থী ফিরহাদ হাকিম। সন্ধে নামতেই সপরিবারে বেড়িয়ে পড়লেন হুডখোলা বাসে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola