Kolkata Water Logging: শকুন্তলা পার্কের এখনও জমে আছে জল! কীভাবে ভোট দেবেন স্থানীয়রা? ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের শকুন্তলা পার্কের (Shakuntala Park) জমে আছে জল। এখানে কোঅপারেটিভ হাউসিং সোসাইটির নেতাজি সুভাষ সদনের বুথের সমনে একহাঁটু জল। জল ডিঙিয়ে কীভাবে ভোট দেবেন স্থানীয়রা, বুঝতে পারছেন না স্থানীয় ভোটাররা। আকাশে মেঘ, মাঝেমধ্যে বৃষ্টি, আগামীকাল আদৌ জল নামবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ।

উল্লেখ্য়, আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা-সহ ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। সপ্তম দফার ভোটের দিনেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা ভোটগণনার দিনও। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার বড়জোড়ায় বৃষ্টির মধ্যেই জমিতে কাজ করতে যাওয়া দম্পতির বজ্রপাতে মৃত্যু। আজ উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি , আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram