West Bengal Election 2021:খেলা হবে আর জিতব আমরাই, বললেন Koushani Mukherjee

Continues below advertisement

তৃণমূলের প্রার্থীতালিকায় তারকাদের ছড়াছড়ি। ব্যারাকপুরে রাজ চক্রবর্তী (Raj Chakraborty), উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), আসানসোল দক্ষিণে সায়নী ঘোষ (Sayani Ghosh), বাঁকুড়া আসনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Mukherjee), মেদিনীপুর সদরে জুন মালিয়াকে (June Malia) প্রার্থী করেছে তৃণমূল। বারাসাতে ফের প্রার্থী করা হয়েছে চিরঞ্জিৎ চক্রবর্তীকে। চণ্ডীপুর থেকে লড়বেন সোহম চক্রবর্তী, সোনারপুর দক্ষিণ থেকে দাঁড়াচ্ছেন লাভলি মৈত্র। কৃষনগর উত্তর কেন্দ্রে প্রার্থী হয়ে কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee) বললেন কয়েকটা জনসভা ইতিমধ্যে করেছি, এখন কে কী বক্তব্য রাখছেন, কোনটা মানুষ পছন্দ করছেন সব নিয়ে চর্চা চালাচ্ছি, খেলা হবে আর জিতব আমরাই।

 

 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram