Mahua Moitra: ফের ED-র তলব এড়িয়ে গেলেন মহুয়া মৈত্র, ED-র তলবের দিনে প্রচার সারলেন নিজের কেন্দ্রে
ED: এই নিয়ে ৩ বার। ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)তলব এড়িয়ে গেলেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। ইডির তলবের দিনে প্রচার সারলেন নিজের কেন্দ্র কৃষ্ণনগরে। ইডির aসমনকে কার্যত গুরুত্ব না দিয়ে, কটাক্ষ ছুড়ে দিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। ইডির বাঁশি শুনলে যেতেই হবে বলে পাল্টা নিশানা করেছে বিজেপি। ABP Ananda Live