Panchayat Election : মুর্শিদাবাদে নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে রাজ্যপাল, কড়া আক্রমণে কুণাল
দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহারের পর এবার মুর্শিদাবাদে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।আজ সকালে কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে চেপে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন রাজ্যপাল। সকাল ১০.১৮ নাগাদ বহরমপুর কোর্ট স্টেশনে নামেন তিনি। এরপরে গত ১৫ জুন নবগ্রামে নিহত তৃণমূল নেতার বাড়ি যান সি ভি আনন্দ বোস। কথা বলেন নিহতর আত্মীয়দের সঙ্গে। এরপর খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখের বাড়ি পৌঁছেছেন রাজ্যপাল। এরপর বেলডাঙা, ডোমকল যাওয়ার কথা রয়েছে তাঁর।
Tags :
Elections Election Commission Panchayat Election WB Panchayat Election 2023 Panchayat Poll 2023 Election Commission WB Panchayat Election Schedule WB Panchayat Election Date WB Panchayat Poll 2023 Panchayat Election 2023