Kunal Ghosh:'ধনরাম সিংকে আড়াল করার চেষ্টা করবেন না', দাবি কুণালের।ABP Ananda LIVE
'শাক নিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না, ধনরাম সিংকে আড়াল করার চেষ্টা করবেন না', বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, এনআইএ-র এই ডিজি ও শীর্ষকর্তারা ধনরামকে দিল্লি ডেকে পাঠিয়েছেন বলে খবর রয়েছে। এবং ধনরাম সিং দিল্লি চলেও গিয়েছেন বলে দাবি তাঁর।
Tags :
Election 2024 Lok Sabha ELection 2024 Kunal Ghosh On NIA BJP Link Dhanraj Singh Summoned Back