Kunal Ghosh: 'বিজেপির প্রতীক নিয়ে রাজ্যপাল', সিভি আনন্দ বোসকে নিশানা করে এক্স হ্যান্ডলে পোস্ট কুণাল ঘোষের
রাজ্যপালকে নিশানা করে এক্স হ্যান্ডলে পোস্ট কুণাল ঘোষের। 'বিজেপির প্রতীক নিয়ে রাজ্যপাল। মাননীয় রাজ্যপালকে জানাতে হবে এই ছবিটি আসল নাকি নকল'
'তাঁকে এই ছবির তারিখ এবং সময়ও জানাতে হবে। তিনি রাজ্যপাল থাকাকালীন এই প্রতীক ব্যবহার করলে তাঁর উচিত অবিলম্বে পদত্যাগ করা', এক্স হ্যান্ডলে পোস্ট কুণাল ঘোষের।
অন্যদিকে, ভোটের আগে মেদিনীপুরের একের পর এক নেতার বাড়িতে পুলিশি হানা। এবার গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি। খড়গপুর সদরে বিজেপির ২ নম্বর মণ্ডলের সভাপতি তারকেশ্বর রাও গ্রেফতার। মাঝরাতে দরজা ভেঙে বাড়িতে ঢুকে গ্রেফতার করে পুলিশ, দাবি তারকেশ্বরের পরিবারের। দলেরই এক কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার, পুলিশের।
কোলাঘাটে শুভেন্দুর ভাড়া বাড়িতে পুলিশি হানা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাওয়ার দাবি পুলিশের> এক দুষ্কৃতীর খোঁজে পুলিশ গিয়েছিল, দাবি পুলিশের
Tags :
Mamata Banerjee Subhendu Adhikari Bangla News Hiran Chatterjee ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Politics Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel