Kunal Ghosh:'রাজ্য়পাল জানান, আপনাদের অনেক বিষয়ের সঙ্গে আমি সহমত', কোন প্রসঙ্গে বললেন কুণাল?ABP Ananda LIVE
'গত কাল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল দেখা করেন। তাঁরা সবটাই বুঝিয়ে বলেন...এত বড় চক্রান্ত হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে বলেন আপনি বিষয়টি দেখুন। রাজ্য়পাল জানান, আপনাদের অনেক বিষয়ের সঙ্গে আমি সহমত' , বিজেপি-এনআইএ-র এসপির 'যোগ' প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে দাবি কুণাল ঘোষের।
Tags :
DISTRICT Election 2024 Lok Sabha ELection 2024 Abhishek Banerjee Met Governor CV Ananda Bose Kunal Ghosh PC On NIA BJP Link