Elections 2024:লোকসভা ভোটে দার্জিলিঙে বিজেপি প্রার্থী ঘোষণা করার পরই 'বিদ্রোহী' দলীয় বিধায়ক।ABP Ananda LIVE
লোকসভা ভোটে দার্জিলিঙে বিজেপি প্রার্থী ঘোষণা করার পরই বিদ্রোহী দলীয় বিধায়ক। নির্দলের হয়ে লড়বেন বলে সাফ জানিয়ে দিলেন কার্শিয়ঙের বিজেপি বিধায়ক। ফের তুললেন পৃথক রাজ্যের প্রসঙ্গ। ভূমিপুত্রকে প্রার্থী না করা নিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ।
Tags :
Lok Sabha Election 2024 Elections 2024 BJP MLA Of Kurseong Alarm For Party Sukanta Majumdar On Bishnuprasad Sharma