Modi In Kolkata:আজ কলকাতায় রোড শো প্রধানমন্ত্রীর, শেষ দফা ভোটের আগে কাল ফের বঙ্গে মোদি।ABP Ananda LIVE

আজ কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। শেষ দফা ভোটের আগে কাল ফের বঙ্গে মোদি। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত মোদির রোড শো। রোড শো-র প্রস্তুতি খতিয়ে দেখতে রাতেই শ্যামবাজারে সুকান্ত মজুমদার। নেতাজি মূর্তির পাদদেশ থেকে স্বামী বিবেকানন্দর বাড়িতে যাবেন নরেন্দ্র মোদি। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করবেন প্রধানমন্ত্রী।
বারাসাত ও যাদবপুর লোকসভা কেন্দ্রে সভা করবেন মোদি। অশোকনগর ও বারুইপুরে সভা করবেন প্রধানমন্ত্রী। পদ্ম প্রতীক লাগিয়ে প্রধানমন্ত্রী ‍র‍্যালি করবেন বলে কেন বিজ্ঞাপন দিচ্ছে বিজেপি, প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের মধ্যে, শেষ দফা ভোটের আগে ফের আক্রান্ত এক সিপিআইএম কর্মী। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযুক্ত এক যুবককে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিলেন সৃজন ভট্টাচার্য।  ঘটনাটি ১০১ ওয়ার্ডের গাঙ্গুলিবাগান এলাকার। আহত সিপিআইএম কর্মীর নাম মঙ্গলাচরণ চক্রবর্তী। বাঘাযতীন রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola