Panchayat Election: বৃষ্টি মাথায় নিয়ে সকাল সকাল বিভিন্ন স্টেশনে ভোটপ্রচার বাম কর্মীদের
গ্রাম বাংলার ভোটের (Election) প্রচার কলকাতায় (Kolkata)। বৃষ্টি মাথায় নিয়ে সকাল সকাল ভোটপ্রচার বাম (CPIM) কর্মীদের। সিপিএমের কলকাতা জেলা কমিটির উদ্যোগে ভোর সাড়ে ৪টে থেকে ৭টি স্টেশনে প্রচার শুরু হয়। শিয়ালদা, উল্টোডাঙা, বালিগঞ্জ, টালিগঞ্জ, ঢাকুরিয়া, যাদবপুর ও দমদম, এই স্টেশনগুলিতে যাত্রীদের মধ্যে পঞ্চায়েত ভোটের প্রচার করেন সিপিএম কর্মীরা।