নজরে ৯ চটজলদি: ভোটের আগে ব্রিগেডে এক মঞ্চে বাম-কংগ্রেস-আইএসএফ, কটাক্ষ তৃণমূল-বিজেপির

Continues below advertisement

বিধানসভা ভোটের আগে ব্রিগেডে একমঞ্চে বাম-কংগ্রেস-আইএসএফ। এক সপ্তাহ আগে জোট ঘোষণা হলে ডবল লোক আনতাম, হুঙ্কার আব্বাস সিদ্দিকির। উচ্ছ্বসিত জোট নেতৃত্বও। অস্তিত্ব থাকবে না, কটাক্ষ তৃণমূলের। তৃণমূল স্পনসরড ব্রিগেড, কটাক্ষ বিজেপির। ব্রিগেডে তাল কাটল জোটের। মঞ্চে আব্বাস সিদ্দিকি আসতেই উচ্ছ্বাস। মাঝপথেই ভাষণ থামালেন অধীর। বিমানের অনুরোধে পরিস্থিতি সামাল। চিৎকারে ভাষণ বন্ধ করেছিলাম, প্রতিক্রিয়া অধীরের।

অধিকার বুঝে নেব। অংশীদারিত্ব চাই। বন্ধুত্বের হাত বাড়ালে স্বাগত, ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে কংগ্রেসকে কড়া বার্তা সিদ্দিকির। জোট সিপিএমের সঙ্গে, আইএসএফ কী বলল যায় আসে না, প্রতিক্রিয়া অধীরের। আব্বাসের জন্য অধীর ধাক্কা খান কিনা সেটাই দেখার। কটাক্ষ ফিরহাদের। এটাও কি ছোট ঘটনা? প্রশ্ন শমীকের। 

আগামী নির্বাচনে মমতাকে শূন্য করে ছাড়ব। হুঙ্কার আব্বাস সিদ্দিকির। বামেদের দূরবীন দিয়ে দেখতে হবে না, আক্রমণ বিমানের। ধর্মনিরপেক্ষতার নামে জাত খোয়াল সিপিএম, কটাক্ষ সুব্রতর।

বাংলায় পরিবর্তন আসন্ন। হুঙ্কার অধীর-ইয়েচুরির। তৃণমূল বিজেপিরই টিম, আক্রমণ সিদ্দিকির। নিজের দলকে ভোট দিন, না হলে তৃণমূলকে দিন। ভোট ভাগ রুখতে বাম কর্মী-সমর্থকদের বার্তা তৃণমূলের।

ব্রিগেডে ছক ভেঙে তরুণ ব্রিগেডকে সামনে আনল সিপিএম। সঞ্চালনার দায়িত্বে বাদশা। ঝাঁঝালো বক্তৃতায় মঞ্চ কাঁপালেন ঐশী, দীপ্সিতা। মঞ্চেও তারকা সমাবেশ।

ব্রিগেডে যাওয়ার পথে ভাঙড়ে তৃণমূল কর্মীদের মারধর, অভিযুক্ত আইএসএফ। কটূক্তির প্রতিবাদ করায় হামলা, দাবি শাসকদলের। আহত ৬। পাল্টা হামলার অভিযোগ আব্বাস সিদ্দিকির।

পর্ণশ্রীতে নিজের ওয়ার্ডেও বিক্ষোভের মুখে শোভন-বৈশাখী। দেখানো হল কালো পতাকা। বাজল খেলা হবে গান। পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপির। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram