Lok Sabha Eelection 2024: লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে গুড়াপে রোড শো দিলীপ ঘোষের | ABP Ananda LIVE

Continues below advertisement

Dilip Ghosh: পঞ্চম দফা নির্বাচন (lok sabha election 2024)আগামী সোমবার আর সোমবারে ভোটের আগে আজকে শেষ দিনের প্রচার(election campaign)। প্রচারে সব দলেরই প্রার্থীরা বেড়িয়েছে। লকেট চট্টোপাধ্যায়ের(locket chatterjee) সমর্থনে প্রচার করছেন দিলীপ ঘোষ (dilip ghosh)। অন্যদিকে শেষ দিকে প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি লোকসভা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে গুড়াপে রোড শো করছেন দিলীপ ঘোষ। একই সঙ্গে শেষ বেলার প্রচারে শুভেন্দু অধিকারী। হাবড়ায় (habra)প্রচারে গিয়ে বারাসাতের(barasat) বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের(swapan majumdar) মুখে বুলডোজার চালানোর হুমকি। পুকুর ভরাট করে বহুতল বানানোর অভিযোগ তুলে সরাসরি আক্রমণ করেন হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহাকে। জ্যোতিপ্রিয় মল্লিকের মতো তৃণমূলের পুর-চেয়ারম্যানেরও শ্রীঘরে ঠাঁই হবে বলে হুঁশিয়ারি দেন বারাসাতের বিজেপি প্রার্থী। গতকাল হাবড়ায় দলীয় প্রার্থীর মিছিলে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। হাবড়ায় তৃণমূলের জামানত জব্দ হবে বলেও ভবিষ্যদ্ববাণী করেন স্বপন মজুমদার। পুরসভার কথা না ভেবে সংসদীয় এলাকার জন্য কী উন্নয়ন করবেন, তা নিয়ে প্রচার করুন। দুর্নীতি-যোগ অস্বীকার করে বিজেপি প্রার্থীকে পাল্টা জবাব তৃণমূলের পুর-চেয়ারম্যানের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram