Lok Sabha Election 2024: বিকাল ৫টা পর্যন্ত রাজ্যের ৭ কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ, কোন কেন্দ্রে কত ?
Lok Sabha Election 2024 Phase 5 Voting Live : বিকেল ৫টা পর্যন্ত বাংলায় পঞ্চম দফার নির্বাচনে ভোট পড়ল ৭৩ শতাংশ। বিকেল পাঁচটা পর্যন্ত বনগাঁয় ভোট পড়ল ৭৫ দশমিক ৭৩ শতাংশ, ব্যারাকপুরে ৬৮ দশমিক ৮৪ শতাংশ, হাওড়ায় ৬৮ দশমিক ৮৪ শতাংশ, উলুবেড়িয়ায় ৭৪ দশমিক ৫০ শতাংশ, শ্রীরামপুরে ৭১ দশমিক ১৮ শতাংশ, হুগলিতে ৭৪ দশমিক ১৭ শতাংশ, আরামবাগে ৭৬ দশমিক ৯০ শতাংশ ভোট পড়ল।আরও খবর, 'ইন্ডিয়া জোটের ভাঙনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে', '৫ দফার ভোটেই পরাস্ত ইন্ডিয়া জোট', 'বাংলার মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছে না, তাই খুব রাগ', 'তাই কখনও বিজেপিকে আক্রমণ, কখনও বলছে জোটে আছি', 'কংগ্রেস একটা ডুবন্ত জাহাজ, তৃণমূলের জাহাজেও ফুটো হয়ে গিয়েছে', 'কাল পর্যন্ত কংগ্রেসকে গালাগাল দিচ্ছিল, এখন বলছে জোটে আছি', 'দেশে উন্নয়নের রিপোর্ট কার্ড তৈরি করছে মোদি সরকার', 'বাংলায় তৃণমূলের কাছে রিপোর্ট কার্ড নয়, রেট কার্ড আছে', 'তৃণমূলের কাছে টাকা দাও, চাকরি পাও', 'প্রকাশ্যে তৃণমূলের নেতারা চাকরি বিক্রি করেছে', 'কে দুর্নীতিগ্রস্তদের আড়াল করছে, কে CBI-কে আক্রমণ করছে?','বাংলায় বিজেপি নেতা-কর্মীরা খুন হচ্ছেন, ঝাড়গ্রামেও খুন', 'কংগ্রেস আর তৃণমূল অনুপ্রবেশকারীদের বৈধতা দিতে চাইছে', 'কংগ্রেস বলছে ক্ষমতায় এলে সবার সম্মতির হিসেব নেবে', ভোট-জেহাদি বলে কংগ্রেসকে আক্রমণে প্রধানমন্ত্রী, পরিবারতন্ত্র নিয়ে বিরোধীদের আক্রমণে প্রধানমন্ত্রী , 'জাতপাত, পরিবারতন্ত্রের দল মোদির কাছে হিসেব চায়?', 'এসসি, এসটি, ওবিসির সংরক্ষণ ছিনিয়ে নিতে চায় কংগ্রেস', কংগ্রেসকে সাম্প্রদায়িক দল বলে তীব্র আক্রমণে মোদি, 'তৃণমূলকে সংরক্ষণের অধিকার ছিনিয়ে নিতে দেবেন?''তৃণমূল সরকার রামনবমীর মিছিলে নিষেধাজ্ঞা জারি করে', ঝাড়গ্রামের সভা থেকে বললেন নরেন্দ্র মোদি।