Abhishek Banerjee: 'যাঁরা গরীবের আবাসের টাকা বন্ধ করেছে তাঁদের উচিত শিক্ষা দেবেন', হুঙ্কার অভিষেকের
Continues below advertisement
ABP Ananda LIVE: '১০ বছর কেন্দ্রের সরকার(Central Government) ক্ষমতায়। কেন্দ্র সরকারের কাজ কী রাজ্যের সহযোগিতা করা। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা, মানুষের পাড়ায় গ্রামের রাস্তা তৈরি করা, জলের প্রকল্প করা, আবাসের টাকা দেওয়া, ১০০ দিনের কাজ দেওয়া । মা-মাটি মানুষের সরকারকে(tmc), যে সরকার আপনাদের ভোটে নির্বাচিত ২০২১ এ বাংলার মাটিতে মুখ থুবড়ে পড়ার পর ভারতীয় জনতা পার্টি ১০ পয়সা দিয়ে বাংলা মানুষকে কোনও আর্থিক সাহায্য করেনি। বিজেপি (bjp)লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করতে চাইছে', মন্তব্য অভিষেকের(abhishek banerjee)।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Tmc News ABP Ananda West Bnegal Sandehskhali Incident Sandehskhali Abhuishek Banerjee