Lok Sabha Election 2024: 'জিতলে ৩ মাসে ৫০ কোটির রাস্তা...', আশ্বাস অভিষেকের। ABP Ananda Live
Continues below advertisement
'ধনেখালি বিধানসভা (Dhanekhali Bidhansabha) থেকে ২০১৯-এ জয়ের ব্য়বধান প্রায় ১২ হাজার (Lok Sabha Election 2024) ছিল। পরে ২০২১-এর ভোটে অসীমা পাত্রকে ৩০ হাজার ভোটে জিতিয়েছিলেন। ৪ জুন ফলঘোষণা হবে, যদি ৩০-৩৫ হাজারের বেশি ব্যবধানে যদি তৃণমূল প্রার্থী জেতে তার তিন মাসের মধ্যে ৫০ কোটি টাকার পথশ্রী রাস্তা হবে।', তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি (BJP) জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে বলেও অভিযোগ করেন অভিষেক। বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়, সেই বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। কোচবিহারের বিজেপি নেত্রীর অডিও ক্লিপ সভার মাঝে মাইকে শোনান তিনি। সেই অডিও ক্লিপ ধরে বিজেপিকে তোপ দাগেন তিনি।
Continues below advertisement