
Lok Sabha Election 2024: অভিষেকের নিশানায় লকেট! রিপোর্ট কার্ড প্রকাশের চ্যালেঞ্জ। ABP Ananda Live
সন্দেশখালিকাণ্ডে ফের বিজেপিকে নিশানা অভিষেকের (Abhishek Banerjee)। '২ হাজার টাকায় সন্দেশখালির (Sandeshkhali Incident) মহিলাদের সম্মান বিক্রি, সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ করানো হয়েছে। বাংলার সম্মান বিক্রি করে দিয়েছে বিজেপি', লকেটকে রিপোর্ট কার্ড প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের। হুগলির উন্নয়নের জন্য কী করেছেন লকেট? প্রশ্ন অভিষেকের। ভোটের সময় টাকা বিলি করছে বিজেপি, অভিযোগ অভিষেকের।
সন্দেশখালির মামলায় জোড়া স্বস্তি বিজেপির। বিজেপি নেত্রী মাম্পি দাসের পর হাইকোর্টে স্বস্তি গঙ্গাধর কয়ালেরও। আপাতত গঙ্গাধরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, মৌখিক নির্দেশ বিচারপতির। গঙ্গাধরের মামলা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠালেন বিচারপতি জয় সেনগুপ্ত। ভাইরাল ভিডিও নিয়ে এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন গঙ্গাধর। ভাইরাল ভিডিও নিয়ে সিবিআই তদন্তেরও দাবি জানান বিজেপি নেতা।