India Alliance: 'তৃণমূলের ভবিষ্যৎ অন্ধকার, ভোটের পর দলটাই উঠে যাবে', আক্রমণ অধীর চৌধুরীর। ABP Ananda Live

ABP Ananda Live: 'ইন্ডিয়া জোটকে (India Alliance) বাইরে থেকে নেতৃত্ব দিয়ে, সবরকম সাহায্য দিয়ে সরকার গঠন করব'। চুঁচুঁড়ার সভায় ঘোষণা তৃণমূলনেত্রীর। বিজেপি হারলে ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থনের ঘোষণা তৃণমূল নেত্রীর। 'ইন্ডিয়া জোটকে বাইরে থেকে নেতৃত্ব দিয়ে, সবরকম সাহায্য দিয়ে সরকার গঠন করব'। বাংলার সিপিএম-কংগ্রেসকেও আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'বিজেপি বলেছিল এইবার ৪০০ পার, মানুষ বলছে এবার হবে পগারপার'। 'ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন করে সরকার গড়ব'। 'ইন্ডিয়া জোটে বাংলার সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ওঁরা বিজেপির সঙ্গে আছে'। তৃণমূলের ভবিষ্যৎ অন্ধকার, ভোটের পর দলটাই উঠে যাবে। বিজেপির সঙ্গে আঁতাঁত অভিযোগে মমতার আক্রমণের পাল্টা অধীর চৌধুরী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola