Lok Sabha election: ভোট মেটার পরেও বোমার ছড়াছড়ি, মালদা দক্ষিণ লোকসভার কালিয়াচকে বোমা বিস্ফোরণ
ABP Ananda LIVE: ভোট(lok sabha election) মেটার পরেও বোমার ছড়াছড়ি। মালদা দক্ষিণ (malda south)লোকসভার কালিয়াচকে বোমা বিস্ফোরণ। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা। গতকাল সন্ধেয় কালিয়াচকের মডেল এলাকায় পরিত্যক্ত শৌচাগারের সেপটিক ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, সেপটিক ট্য়াঙ্কে দুটি জারে বোমা মজুত করা হয়েছিল। তার একটিতে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে যান কালিয়াচকের SDPO ও কালিয়াচক থানার IC-সহ বিশাল পুলিশ বাহিনী। এলাকা ঘিরে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডে। ভোটের আগে বোমা মজুত করা হয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে। ভোটের আগে বারাসাত লোকসভা কেন্দ্রের দেগঙ্গায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে গোবিন্দপুর গ্রামে বিজেপির বুথ সভাপতি পরিতোষ মণ্ডলের বাড়ির খড়ের গাদায় আগুন লাগে। বিজেপি নেতার দাবি, ওই এলাকায় বিজেপির প্রভাব রয়েছে। সেটা আটকাতেই ভোটের আগে তৃণমূল এই কাজ করেছে। প্রায় ৩ বিঘা জমির খড় পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। রাতে গোবিন্দপুর গ্রামে বিজেপির বুথ সভাপতি পরিতোষ মণ্ডলের বাড়ির খড়ের গাদায় আগুন লাগে । বিজেপি নেতার দাবি, ওই এলাকায় বিজেপির প্রভাব রয়েছে। সেটা আটকাতেই ভোটের আগে তৃণমূল এই কাজ করেছেঅভিযোগ অস্বীকার করেছে তৃণমূল