Lok Sabha Election 2024: 'এগরাতে মারধর করা হয়েছে বিজেপি কর্মীদের', অভিযোগ অগ্নিমিত্রা পাল

ABP Ananda Live: চতুর্থ দফার ভোটের দিনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) জোর নিশানা করলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল (Midnapore BJP Agnimitra Paul)। তোপের মুখে ফেললেন শত্রুঘ্ন সিনহাকেও (TMC Leader Shatrughna Sinha)। এবার অগ্নিমিত্রার মুখেও শোনা গেল তৃণমূল সরকারের ডেডলাইন। অগ্নিমিত্রা বলেন, 'এগরাতে মারধর করা হয়েছে বিজেপি কর্মীদের, জানানো হয়েছে রানিগঞ্জের আইসি-কে। ২০২৬ সাল পর্যন্ত এই সরকার থাকবে না। আসানসোলের জন্য কোনও কাজ করেননি শত্রুঘ্ন সিনহা।  বাংলায় মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে, একদিনের জন্যও মুখ খোলেননি শত্রুঘ্ন সিনহা। সন্দেশখালির মহিলাদের কুর্নিশ জানাই, তাঁরা দেখিয়ে দিয়েছেন তাঁদের সম্ভ্রম নিয়ে খেলা করবেন না। মহিলাদের সিড়ি হিসেবে ব্যবহার করে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মহিলাদের বিরুদ্ধে ফেক ভিডিও ছড়ানো হচ্ছে', আক্রমণ মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola