Amit Shah: দিদির ভাইপোর গুন্ডারা অত্যাচার চালাচ্ছে: অমিত শাহ | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: 'চার দফার ভোট শেষ, ২৭০টি আসনে জিতছেন নরেন্দ্র মোদি'(narendra modi)। 'নরেন্দ্র মোদিকে ৪০০ পার করিয়ে ফের জেতাতে হবে'। 'অনুপ্রবেশকারীদের খুঁজে বের করবে বিজেপি'(BJP)। 'রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ছাড় দিচ্ছে তৃণমূল'। 'অনুপ্রবেশকারীদের খুশি করতে শরণার্থীদের বিরোধিতা করছে তৃণমূল'। 'যা করার করতে দিন মমতাকে, শরণার্থীদের নাগরিকত্ব দেবে নরেন্দ্র মোদি' । CAA নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর । 'প্রধানমন্ত্রী বাংলার জন্য যা টাকা পাঠান, সেই প্রকল্পের নাম বদলে দেন মমতা' । 'বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন চিনে নিয়েছে'। দিদির ভাইপোর গুন্ডারা অত্যাচার চালাচ্ছে: অমিত শাহ ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram