Amit Shah: 'চিন্তা করবেন না, লাল মাটিতে এবার গেরুয়া তুফান উঠবে', হুঙ্কার অমিত শাহর | ABP Ananda LIVE

Continues below advertisement

Lok Sabha Election 2024: ৫ শক্তিপীঠের এই দিব্যভূমিকে প্রণাম। মহাকবি চণ্ডীচাদ, রবীন্দ্রনাথ, তারাশঙ্করের এই ভূমিকে প্রমাণ করে বক্তব্য শুরু করছি। গুজরাতে বলে জেলাতে একটি নদী থাকলেও জেলা সমৃদ্ধ হয়। বীরভূমনে ১৯ টি নদী আছে। কিন্তু বাম ও তৃণমূল জমানায় এই নদী দুর্নীতি ও বালি পাচারের আখড়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee)ভাইপোর প্রশ্রয়ে বালি কয়লা গরু পাচার চলে। লাল মাটিতে এবার গেরুয়া ঝড় উঠবে। ৪ জুন ৩০ টি পদ্ম মোদির ঝুলিতে যাবে। বীরভূম(birbhum) মমতা দিদিরও জন্মস্থান। এই জেলাতে এই দির্নীতি কেন কেন মানুষকে কাদজের জন্য বাইরে যেতে হয়। সিউড়িতে পানীয় জল নেই, জেলাতে স্বাস্থ্যের বেহাল অবস্থা, ৫ টি শক্তিপীঠ থাকলেও পর্যটনের নামগন্ধ নেই। তৃণমূলের মানে তুষ্টিকরণ, মাফিয়ারাজ ও দুর্নীতি। মতুয়াদের নাগরিকত্ব পাওয়া উচিত না উচিত নয়। অনুপ্রবেশকারীদের স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তারা ওঁর ভোট ব্যাঙ্ক। হিনদু, বৌদ্ধরা, জৈনরা নাগরিকত্ব পান এরা তা চান না।  মা মাটি মানুষ এই মোল্লা, মাদ্রাসা ও মাফিয়া। এই সব আর চলবে না। এখানে অবৈধকারবারের জনক অনুব্রত মণ্ডল। এখন জেলের হাওয়া খাচ্ছেন। আমাদের সরকার আসলে কাটিমানি খোরদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। মন্ত্রীর ঘর থেকে ৫১ কোটি টাকা পাওয়া গেছে। এই টাকা মানুষের মন্ত্রীর নয়। ইডি সিবিআই আমরা পাঠাই নি হাইকোর্ট পাঠিয়েছে। কারও ঘর থেকে ৫১ কোটি ৩০০ কোটি টাকা উদ্ধার হলে এই মোদি সরকার দুর্নীতিবাজদের জায়গা জেলে হবে। মোদিকে (narendra modi)৩০ টি আসন দিন বাংলা থেকে কাটমানিখোর, দুর্নীতিবাজরা বিদায় নেবেন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram