Amit Shah: '৫ দফার ভোটেই ৩১০ আসন পার করে গেছেন মোদি', দাবি শাহর

Continues below advertisement

'৫ দফার ভোটেই নরেন্দ্র মোদি ৩১০ আসন পার করে গেছে। মমতার ইন্ডিয়া জোটের মুখ শুকিয়ে গেছে। আর এবার বাংলা থেকেই নরেন্দ্র মোদি ৩০ আসন পেতে চলেছেন। বিজেপি ৩০ আসন পেলেই তৃণমূল টুকরো টুকরো হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের বিদায় আসন্ন। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার সময় মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু ভোটব্যাঙ্কের কারণে রাম মন্দিরের আমন্ত্রণে সাড়া দেননি। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভোটব্যাঙ্ক হল অনুপ্রবেশকারীরা। আমরা অনুপ্রবেশকারীদের ভয় পাই না, তাই সিএএ লাগু করেছি। মমতা বন্দ্যোপাধ্য়ায় হারবেন জেনে ভয় পেয়ে গেছেন। শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশ হানা দিয়েছে। আমরা ভয় পাই না, পুলিশের অপব্যবহার বন্ধ করুন। না হলে বাংলার মানুষ ২-৪টি আসনও এবার দেবে না। শুভেন্দুর উপর মমতা যত অত্যাচার করবেন, শুভেন্দুকে বিজেপি তত বড় করবে। ৫ দফার ভোট হয়েছে, মমতার গুন্ডারা কিছু করতে পারেনি। কাঁথির মানুষ ভোট দিতে ভয় পাবেন না।' মন্তব্য অমিত শাহর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram