Suvendu Adhikari: 'শুভেন্দুর উপর মমতা যত অত্যাচার করবেন, শুভেন্দুকে বিজেপি তত বড় ব্যক্তি করবে'
শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়াবাড়িতে পুলিশ, মুখ্যমন্ত্রীকে আক্রমণে অমিত শাহর। 'মমতা বন্দ্যোপাধ্য়ায় হারবেন জেনে ভয় পেয়ে গেছেন। শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশ হানা দিয়েছে। আমরা ভয় পাই না, পুলিশের অপব্যবহার বন্ধ করুন। না হলে বাংলার মানুষ ২-৪টি আসনও এবার দেবে না। শুভেন্দুর উপর মমতা যত অত্যাচার করবেন, শুভেন্দুকে বিজেপি তত বড় ব্যক্তি করবে।'
কোলাঘাটে শুভেন্দুর ভাড়া বাড়িতে পুলিশি হানা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাওয়ার দাবি পুলিশের। এক দুষ্কৃতীর খোঁজে পুলিশ গিয়েছিল, দাবি পুলিশের। কেশপুর থেকে ঘাটালের সভা না করেই হাজির শুভেন্দু। 'অস্ত্র, মাদক বাড়িতে নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল।' পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে কোলাঘাট থানায় শুভেন্দু। কোলাঘাট, তমলুক থানার আইসি-ওসির সাসপেনশনের দাবি শুভেন্দুর। কী হয়েছে জানতে ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী: শুভেন্দু। বাড়িতে কিছু না থাকলে এত রাগ কেন? পাল্টা কটাক্ষ তৃণমূলের।